কবিতা গদ্যকবিতা

মুতাকাব্বির মাসুদের কবিতা- আস্থা

আস্থা
মুতাকাব্বির মাসুদ


আস্থা নেই
ঘরে নির্জন অলস সময়ে
আস্থা নেই
প্রকৃতির অবারিত রুগ্ন বিলাসী সবুজে
আস্তা নেই
আজ কাষ্ঠের রকমারি ‘রেকে’
সাজানো বন্দি কাগুজে মেধা আর মননে…!
আস্থা নেই
ব্যস্ত রাজপথে জীবীকার টানে রকমারি মানুষের অনুদ্গত বিষণ্ণ প্রভাতফেরীর ভিড়ে
আস্থারা আজ
ঝরে পড়ে চুনমাখা- বয়েসী সাদা দেয়ালে
দৌঁড়ে পালানো টিকটিকির
রক্তশূন্য-অমসৃণ খসেপড়া লেজের সাথে…!
আস্থারা আজ
কুঁকড়ে গেছে বিহড়া কালের বিমূঢ় বিমূর্ত ব্যাধির
অন্ধ গলিতে
আস্থারা আজ
রোদ পোহানোর জানালায় অসুখের শাসিতে
দিগন্তে চোখ মেলে চোখের ভেতর হারিয়ে গেছে!

“”””””””””””
২৭-০৫-২০২০

Related Posts