রুদ্র অয়নের কবিতা
হৃদয়ের ছোঁয়া
সকাল দুপুর গোধূলি বা রাতে
তোর প্রেমেই বিভোর হয়ে থাকি,
দিনে কি রাতে স্বপ্নে জাগরণে
হৃদয় পটে তোরই ছবি আঁকি।
মন ফ্রেমে করেছি বন্দি তোরে
পালিয়ে তুই বল কোথায় যাবি?
হৃদয় থেকে করলে অনুভব
ঠিক আমার হৃদয়-ছোঁয়া পাবি।