কবিতা পদ্যকবিতা

জালাল আহমেদের কবিতা- সেহেরির সময়

সেহরির সময়
জালাল আহমেদ


সেহরি খেতে উঠলে মা’গো
আমায় ডেকো এসে
মহান মাসে থাকবো রোজা
খোদার প্রেমে ভেসে।

সময় মত সেহরি খেলে
হৃদয়ে লাগে ভালো
রোজা রাখলে সোয়াব মেলে
ফোটে নুরের আলো।

সেহরি খেয়ে রোজা থাকাটা
ফরজ হলো ভবে
তাইতো মাগো প্রতি রাতেই
মোরে ডাকতে হবে।

খোদার ভয়ে আমল করি
গুনাহ চাই মাফ
খোদা তোমার রহম দিয়ে
কলব করো সাফ।

বাবা মায়ের হায়াত খোদা
বাড়িয়ে দিও তুমি,
রোজা রেখেই এই দোয়া’টা
করবো শুধু আমি।

২৬/৪/২০২০

 

Related Posts