বনভোজন
ননীগোপাল সরকার
খেঁজুর রসের ঝোলাগুড় আর ঢ্যাঁপের খৈ-এর মোয়া,
জিভ থেকে তার স্বাদটা যেনো গিয়েছে আজ খোয়া ।
চুপড়ি ভরে মুড়ি খাওয়ার রিয়াজ গেছে উঠে,
গ্যাসের উনুন গ্রাস করেছে মালসা জ্বলার ঘুঁটে ।
পেটের টানে ব্যস্ত মানুষ পায় সময়ের মূল্য,
সময় চক্রে ঘুরছে সবাই যন্ত্র সমতুল্য ।
ছুটির নামে দিনগুলো সব লাগে গৃহকর্মে,
অতিরিক্ত ছুটি লাগে রাজনীতি আর ধর্মে।
নাই সময়ের মাঝেও একটু স্বস্তি আনে শীত,
বনভোজনের আশা জাগায় শিশির ঝরা গীত ।
বসের কাছে মিথ্যা বলে পেলে ছুটির সায়,
বনভোজনে সবাই মিলে চড়ে খুশির নায়।
নিজে হাতে রান্নাবান্না কলা পাতায় খাওয়া,
ছেলে মেয়ের হাসি দেখে উল্লাসে গান গাওয়া ।
ছোটবেলায় সকল কথা ভাসে মনের স্কিনে,
টাকা দিয়েও এমন দিন যায় না পাওয়া কিনে ।
সারা বছর আসবে না আর এমন খুশির দিনতো,
জীবন যেনো শিউলি ঝরে পড়ে থাকা বৃন্ত।