খিদের জ্বালা
ননীগোপাল সরকার
জামা না হয় পরবো ছেঁড়া
বস্তা দেবো গায়ে,
রাত কাটাবো গাছের নিচে
চাই না চটি পায়ে।
পাথর চেটে মিটলে খিদে
পাতি কি বাবু হাত?
খিদের তাপে মরছি জ্বলে
চাই একটু ভাত ।
ভাত যদি না রাঁধেন ঘরে
বাসি রুটিই নেব,
সারাটা দিন বেগার খেটে
শোধ করে তা দেবো!
বাপ-মায়ে তো জন্ম দিয়ে
দেখেনি আর ফিরে,
উপরওয়ালা নেয়নি তুলে
এত লোকের ভিড়ে ।
সবাই বলে নাবালককে
কাজে নেওয়া মানা,
কাজ না করে ভাত চাইলে
বলে কুকুর ছানা।
তোমরা বাবু খাও হোটেলে
চড়ছো গাড়ি দামী,
টাকায় করে মূর্তি পুজো
হচ্ছ বড় নামী।
আমরা শিশু, অন্নহারা
কেউ দেখে না চোখে,
অবশিষ্ট ফেলছে তবু
দেয় না খেতে লোকে।
নবান্নেতে পিঠে-পুলির
চাই না নিতে স্বাদ,
সারাবছর থাকবো খুশি
পড়লে পেটে ভাত।