শিখা গুহ রায়ের কবিতা
ধুঁকে ধুঁকে মরণ
আজ উদাস হাওয়া এসেছিলো ভেসে
ভাবছি শুয়ে, শূন্য বিছানাতে,
হাত বাড়াই, এপাস ওপাস করি,
এক দিন চলে যাব অস্থির জগৎ ছেড়ে
বহুদূরে দৃষ্টির সীমানা ছাড়িয়ে।
ভেবে দেখ!কী পেলাম,
কী-বা হারালাম! এখানে এসে
চাঁদের সাথে জেগে থেকে
দুপুরবয়সী সুর ভাঙা কলসির জল।
কাকের ডানায় কোকিল সাজে,
পর্দায় চরিত্র ঢাকে
রাতের পর রাত নগ্নতার ঢেউ ওঠে
রঙিন কথার সুরে।
নিশাচর পাখি হয়ে
দিনের পর দিন ফসলহীন জমি চষে,
মাংসহীন হাড় আয়নায় ভাসে
বলো লুকাবে কোথায়?
আত্মদংশণে মরে ধুঁকে ধুঁকে।