মালিপাখির ছড়া
আমি জেগে দেখি
আকাশের বোন নীল ঢেলে বলে
সামনে কে?
দোপাটির চারা বেড়ে বেড়ে জলে
নাম লেখে!
আকাশের ভাই হুস্ করে যায়
হাঁস এঁকে
পাহাড়ের চূড়ো সেই চিঠি পায়
ঘাস থেকে!
চারিদিকে মায়া , হও তার মানে
চুপ যদি!
জলছবি আঁকে কবিতায়, গানে
রূপ নদী!
ডিঙি গুলি ভাসে সোনা নদীটার
কূল ধরে!
আমি জেগে দেখি রামধনু হার
ফুল ভোরে!