গোলাম কবিরের দুটি কবিতা
মানুষের হৃদয়ে প্রেমের আকাল
কোথায় প্রেমিকের চোখের মুগ্ধতা?
আমি তো দেখি শুধুই লোভী
শিয়ালের মতো ধর্ষকের লোলুপ
দৃষ্টিপাত! কোথায় লুকিয়ে আছে
প্রেমিকার সলাজ রক্তিম টোল পড়া
গালের অদ্ভুত সুন্দর রহস্যময় হাসি?
আমি তো এখানে দেখি শুধুই
ভালবাসার নামে প্রতারণার ফাঁসি।
কোথায় হারালো প্রেম জর্জর হৃদয়ের
আকুতি? এখানে এখন শুধুই ভাদ্র
মাসের কুকুর-কুকুরীর বেহায়াপনা,
এখানে এখন মানুষের হৃদয়ে প্রেমের
আকাল, শূন্য হৃদয়ের মানুষের
ছড়াছড়ি, প্রেমপত্র এখন কেউ আর
লিখে না, ফেসবুক, ম্যাসেঞ্জার, ইমো
এসবেই ভরে ওঠে অশ্লীল আহ্বান।
শিরোনামহীন – ১৫৪
কখনো এমন হয়, কবিতায় লিখা
হয়ে ওঠে না আমার অপ্রেমের
নীল কষ্ট গুলো এবং সরে না কখনোই সেই বিষাদের কালো মেঘ গুলো!
যেন ওরা সেই কবে থেকে
শুয়ে আছে অলস পাইথন।
ওগুলো জমিয়ে রাখি বালকের
রঙিন মার্বেলের মতো বুকের
একদম গহীনে, ইচ্ছে হলেই
গভীর গোপন সেই কষ্টগুলো
খুঁটে খুঁটে খায় পাখির ছানার
মতো করে আমার হৃদয়।
আবার কখনো এমনও হয়,
লিখার শুরুতে ভেবেছিলাম
হয়তো আজ শব্দের মিহিন সেলাইয়ে তুলে দেবো ঠিকই
আমার না বলা কষ্টগুলো কবিতার নকশি কাঁথায়।
হলো না তা নির্মাণ!
কী এক অজানা অদেখা পাহাড়
দাঁড়িয়ে যায় সামনে আমার।
ওরা মনে হয় যেনো আমাকে
পিছন থেকে বলে –
“কবি বলো না তোমার কষ্টগুলো,
ওগুলো গোপনই থাক না হয়!
ফল্গুধারা হয়ে বয়ে যাক
তোমার একান্ত নিজের পৃথিবীতে। “