রুদ্র অয়নের কবিতা
তুমি আজ অন্য কারও
তোমার আমার
বিচ্ছেদের
অনেকটা সময়
অনেকগুলো দিন-মাস
বছর পেরিয়ে গেছে তবু
আজ জানতে ইচ্ছে করে,
কেমন আছো তুমি?
তোমাকে বুঝি আজও
কেউ ভাত মেখে খাইয়ে দেয়?
নিজের বুকের পাঁজর জ্বালিয়ে
আজও হয়তো তোমাকে
আলো দেয় কেউ।
হয়তো নিজের কষ্ট সয়েও
তোমাকে সুখি দেখতে চায়।
রাগ করে গ্লাস ভাঙার
অভ্যাসটা রেখেছো নাকি,
পুরোনো দিনের মতন।
চটপটি, ফুচকা আর
তেতুল পানি এক চুমুকে
খাও বুঝি আগের মতোই।
এখনো কি
রিক্সা করে ঘুরে ঘুরে
শহর দেখো প্রিয়জনকে নিয়ে।
এখনও কি বকবক করো
আগের দিনগুলোর মতো,
কথার ঝুড়িঁ যেন শেষ হয় না
অথচ মানুষটি কোথায়
হারিয়ে যায় তাই না বল?
হয়তো চলছে
সবই আগের মতন,
শুধু আমার স্থানটি
দখলে নিয়েছে অন্য কেউ!