কবিতা গদ্যকবিতা পদ্যকবিতা

কিরণ আহমেদের কবিতা- তোমার চোখে

তোমার চোখে
কিরণ আহমেদ


১)

তোমার ডাগর, নিকষকালো চোখ দু’টিতে
মায়াময় চাঁদ হাসে খেলে
ইচ্ছাকাশে বন্দি যতো নতুন স্বপন এলেবেলে।
সাগর এসে মিশছে যেন ভাবনাকাশে খেই হারিয়ে
ফুল-কুঁড়িরা পাঁপড়ি মেলে হাসে চোখে মিষ্টি রোদে
উষাকালে প্রজাপতি বাড়িয়ে দেয় উদাস পাখা, দু’টি চোখে খোশামুদে।
দীপ্ত হাসির ঝলক-মাখা সুপ্ত অভিলাষের তরী
স্নান-বিলাসী রঙ ছড়িয়ে হারায় কোথায়- দূর অজানায়
আমি যে খুব আগুনপ্রেমী, ঝাঁপিয়ে হারাই তোমার চোখের অগ্নিপুরী।

২)

আমার হৃদয়ে আজ রোগাক্রান্ত ভাবনা-শীকর
হুতোম প্যাঁচার ডাক প্রতিদিন জ্বালাতন করে
বনসাই কালচারে নোনাধরা আদিম আবেশ
লোহিত জলসা মাঝে আমি খুঁজি কাশ্মিরী চাদর।
দিনের শেষে যখন সন্ধ্যার নরম আয়োজন
তোমার চোখের মাঝে রাতের সন্ন্যাসী দেয় উঁকি
শ্বাপদ কামুক-রাতে নিষিদ্ধ বিভোর-অভিলাষ
তোমার চোখের কাছে পরাজিত সব প্রলোভন।

৩)

তোমার চোখে সত্যরা খেলা করে নিশিদিন
ছায়াপথে আচ্ছাদিত ভালোবাসা-অণু-পরমাণু
আমি ধূলিকণা হয়ে ভেসে চলি অজানার পথে
পথের শেষের দিশা- বেহিসেবী আঁধারের ঢেউ।
প্রবালের পূর্ণিমা দর্শনে, চলে মধুর সৃষ্টি-বিলাস
শিল্পীর মহিম দৃষ্টি- সৃষ্টিশীল আমার দু’চোখ
তবু কেন লোবানের গন্ধমেঘে ছড়িয়েছে আকাশ-আঁচল
তোমার আধার-চোখ আমার শিল্পের বুনিয়াদ
শিল্পীর মরণ হয় শিল্পের আঁতুড়ঘরে রোজ
আমার মরণ তাই
বারবার ঘুরেফিরে তোমার দু’চোখের ভেতর।

 

 

তারিখ: ০৪/০১/২০১৭
স্থান: নিজালয়
সময়: সকাল ০৯:৪৬
রোজ: বৃহস্পতিবার।

Related Posts