back to top
Monday, March 17, 2025
Home Blog

সাইবার হুমকিতে করণীয়

0
সাইবার হুমকিতে করণীয়
সাইবার হুমকিতে করণীয়

বর্তমান বিশ্ব সাইবার জগতে নিরাপত্তা সংকটকে রয়েছে। প্রতিনিয়ত এই সংকট বাড়ছেই। ট্রোজানসহ নিদিষ্ট কিছু ম্যালওয়্যারের ব্যবহার প্রতিনিয়ত সাইবার নিরাপত্তাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে।

বর্তমানেও অন্যান্য বছরের ন্যায় সাইবার আক্রমণের প্রধান লক্ষ্য ছিল উইন্ডোজ। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমকে লক্ষ্য করে ফিশিং-অ্যাটাকের প্রবণতা বড়ছে। পাশাপাশি ব্যাংকিং ম্যালওয়্যারও আতঙ্ক ছড়াচ্ছে এবং এআই নির্ভর সাইবার হুমকিও বৃদ্ধি পাচ্ছে।

সাইবার-অ্যাটাক থেকে নিরাপদে থাকার কিছু পরামর্শ:

* নির্ভরযোগ্য সোর্স থেকে অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

* নির্ভরযোগ্য নয় এমন লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে।

* শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ছোটো-বড়ো হাতের ইংরেজি বর্ণ বিভিন্ন সিম্বল ও সংখ্যা ব্যবহার করা যেতে পারে। টু-স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি ব্যবহার করতে হবে।

* সফটওয়্যার প্রতিনিয়ত আপডেট রাখতে হবে।

* ডেটার আপডেট ব্যাকআপ রাখতে হবে।

* রিমোর্ট ডেক্সটপ সার্ভিসে পাবলিক একসেস সীমিত করতে হবে।

* পাসওয়ার্ড কিংবা পিন শেয়ার করা যাবে না।

* প্রয়োজনে ফেক্টরি রিসেট করতে হবে।

অনার বাংলাদেশ নতুন বছরে দিচ্ছে মূল্যছাড় ও ক্যাশব্যাক অফার

0
অনার বাংলাদেশ নতুন বছরে দিচ্ছে মূল্যছাড় ও ক্যাশব্যাক অফার

অনার বাংলাদেশ নতুন বছরকে আরো আনন্দঘন করে তুলতে নিয়ে এসেছে মূল্যছাড় ও ক্যাশব্যাক অফার। পুরো জানুয়ারি মাস চলবে বিভিন্ন মডেল ও স্মার্টফোনের উপর এই অফার।

অনার বাংলাদেশ, অনার ম্যাজিক ভি২, অনার ম্যাজিক ৬ প্রো এই দুটি ফোন বর্তমানে মূল্যছাড়ের আওতায় পাওয়া যাচ্ছে, ১,৪৯,৯৯৯ টাকায় ও ১,১৪,৯৯৯ টাকায়।

অপর দিকে ক্যাশব্যাক সুবিধা থাকছে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত। ক্যাশব্যাক সুবিধার আওতায় থাকছে অনার ২০০ (১২ জিবি + ৫১২ জিবি), অনার ২০০ প্রো (১২ জিবি + ৫১২ জিবি), অনার এক্স ৯বি ৫জি এবং অনার ৮এক্সবি। অফার চলাকালীন অনার ২০০ (১২ জিবি + ৫১২ জিবি)-এর মূল্য ধরা হয়েছে ৫৯,৯৯৯ টাকা, অনার ২০০ প্রো (১২ জিবি + ৫১২ জিবি)-এর মূল্য মূল্য ধরা হয়েছে ৭৬,৯৯৯ টাকা। এছাড়া অনার এক্স ৯বি ৫জি-এর মূল্য এবং অনার ৮এক্সবি-তে ক্যাশব্যাক দিচ্ছে, ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত।

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধাবিভক্তি

0
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধাবিভক্তি
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধাবিভক্তি

আগামীকাল ৩১ই ডিসেম্বর মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষিত হতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’। ছাত্রদের এই ঘোষণাপত্র নিয়ে সাধারণের মধ্যে যেমন নানা জল্পনা-কল্পনা চলছে ঠিক তেমনিভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এ বিষয়ে ইতিবাচক-নেতিবাচক প্রতি‌ক্রিয়া পাওয়া যাচ্ছে।

এদিকে রাজনৈতিক দলগুলোর মিশ্রপ্রতিক্রিয়ার মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্রনেতৃবৃন্দ ঘোষণাপত্র দিতে যাচ্ছেন। এই ঘোষণাপত্রে ১৯৭২-এর সংবিধানকে কবর রচনার পাশাপাশি আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করার বিষয়টি ইতোমধ্যে তারা উল্লেখ করেছেন। ১৯৭২-এর সংবিধানকে তারা মুজিববাদী সংবিধান এবং আওয়ামী লীগকে নাৎ‌সিবাদী হিসেবে উল্লেখ করেছেন।

বিষয়টি নিয়ে আজকে বিএনপির স্থায়ী কমিটির সভায় আলোচনা হবে বলে জানা যায়। তবে বিষয়টি বিএনপি যে ইতিবাচকভাবে নিচ্ছে না তা তাদের বিভিন্ন নেতৃবৃন্দের মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে।

জামায়াত এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ঘোষণাপত্র প্রকাশের পর তাদের দলীয় অবস্থান তুলে ধরার কথা বলেছেন। বামদলগুলোও বিয়টি ইতিবাচকভাবে দেখছেন না।

সরকার ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন তারা এটিকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছেন।

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই

0
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই

গত ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলের অবসান ঘটে। জুলাই থেকে আগষ্টের ৫ তারিখ পর্যন্ত আন্দোলনের মাধ্যমে বিপুল রক্তক্ষয় ঘটে এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। এই বিপ্লবকেই অনেকেই জুলাই বিপ্লব নামে অভিহিত করেন। আগামী ৩১ই ডিসেম্বর সেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিষয়টি নিয়ে সারাদেশে ব্যাপক আলোচনা শুরু হয়। ফেসবুক জুড়ে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত নেতৃবৃন্দ বিভিন্ন স্ট্যাটাস দিয়ে আসছিলেন। সাধারণের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতুহলের জন্ম হয়। কী হতে যাচ্ছে আগামী ৩১ই ডিসেম্বর?

আজ বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সরকারের অবস্থান পরিস্কার করেন। তিনি বলেন এই বিষয়ে সরকারের কোনোরূপ সম্পৃক্ততা নেই। এই বিষয়ে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন বিষয়টি উনাদের কাছে স্পষ্ট নয়। যতক্ষণ পর্যন্ত ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত স্পষ্ট করে কিছু বলাও সম্ভব নয়।

ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যকে কিছু অনন্য রেকর্ড

0
ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যকে কিছু অনন্য রেকর্ড

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি রিপালিক দলীয় প্রার্থী। এবার প্রেসিডেন্ট হওয়ার মধ্য দিয়ে তিনি কিছু অনন্য রেকর্ড গড়েছেন। ১৩১ বছর আগেকার গ্লোভার ক্লিভল্যান্ডের গড়া একটি রেকর্ড তিনি ভেঙে দিয়েছেন। রেকর্ডটি হলো প্রথমবার ৪বছরের জন্য নির্বাচিত হয়ে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হতে ব্যার্থ হওয়া এবং তৃতীয়বার আবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মাধ্যমে হোয়াইট হাউজে ফিরে আসা। ১৮৯৩ সালে এই অনন্য রেকর্ডটি গড়েছিলেন গ্লোভার ক্লিভল্যান্ড। ৫ই নভেম্বর ২০২৪ সালে এসে চমক সৃষ্টির মাধ্যমে ট্রাম্প সেই রেকর্ড ভাঙলেন।

ডোনাল্ড ট্রাম্প আরো একটি রেকর্ড গড়েনে। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ব্যক্তি যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বর্তমানে তাঁর বয়স ৭৮ বছর। এর আগে বাইডেন ছিল যু্ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া প্রথম বয়স্ক ব্যক্তি। তিনি ৭৭ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন। বর্তমানে তাঁর বয়স ৮১।

তাছাড়া ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তি যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

মার্কিন নির্বাচন নিয়ে জলহস্তীর ভবিষ্যৎবানী।

0
মার্কিন নির্বাচন নিয়ে জলহস্তীর ভবিষ্যৎবানী

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সরগরম পুরো বিশ্ব। কে হতে যাচ্ছে প্রেসিডেন্ট? ট্রাম্প না কি হ্যারিস? তবে দুই প্রার্থির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এর মধ্যেই বিভিন্ন জরিপ কিংবা ভবিষ্যৎবাণীর ধুম চলছে।

বার্তা সংস্থ এএপপি জানায়, থাইল্যান্ডের মু ডেং নামে এক শিশু জলহস্তী, ট্রাম্প আবারও হোয়াইট হাউসে ফেরার বিষয়ে ভবিষ্যৎবাণী করেন। বিষয়টি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

খাওখেও ওপেন চিড়িয়াখানা কতৃপক্ষ কতৃক শেয়ার করা ভিডিওটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে ট্রাম্প ও হ্যারিসের নামে দুটি ফলের ঝুড়ি দেওয়া হলে শিশু জলহস্তী ট্রাম্পের নামলেখা ঝুড়ি থেকে ফল খাওয়া শুরু করে।

কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট?

0
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন

আজ যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন। ৫০টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসি নিয়ে গঠিত বিশাল আকারের এই দেশটি। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই দেশের দিকে তাকিয়ে রয়েছেন বিশ্বের শত শত কোটি লোক। কে আসবে হোয়াইট হাউজে? কমলা হ্যারিস না কি ডোনাল্ড ট্রাম্প! নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। শেষ মুহুর্তের প্রচারণায় উভয় প্রার্থী দোদুল্যমান স্টেটগুলো চষে বেড়িয়েছেন। দোদুল্যমান ৭টি অঙ্গরাজ্যে জয়-পরাজয়ই নির্ধারণ করবে ট্রাম্প-কমলার ভাগ্য। এই সাতটি রাজ্য হলো, পেনসিলভানিয়া, অ্যারিজোনা, উইসকনসিন, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, মিশিগান ও জর্জিয়া।

৭টি ছাড়া বাকি ৪৩টি স্টেটের রেজাল্ট প্রায় পূর্বনির্ধারিতই বলা চলে। এখানে কে জিতবে কে হারবে তা অনেকটা অনুমেয়। তাই ৭টি অঙ্গরাজ্যের ইলেক্টোরাল কলেজের ভোট খুবই গুরুত্বপূর্ণ।

গত ৪বছর বাইডেন প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন কমলা হ্যারিস। ৮১ বছর বয়স্ক বাইডেন দলীয় চাপে নির্বাচনী দৌঁড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ফলে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে চলে আসেন কমলা হ্যারিস। এতোদিন যে জরিপগুলো ট্রাম্পের পক্ষে ছিল তা ক্রমে হ্যারিসের পক্ষে চলে আসে। সম্ভাবনা বেড়ে হ্যারিসের। কিন্তু শেষ মুহূর্তে আবার উভয় প্রার্থীর জনসমর্থন সমান কিংবা প্রায় সমান বলে জানান দিল বিভিন্ন জরিপকারী সংস্থা।

এর আগে ২০২০ সালে বাইডেনের সাথে হেরে যান ট্রাম্প। ২০১৬ সালে পপুলার ভোটে হেরেও হিলারি ক্লিনটনের সাথে জয় লাভ করে ইলেক্টোরাল কলোনির হিসেবনিকেশের মারপ্যাচে।

মিরপু‌রে যৌথবাহিনীর সাথে সংঘ‌র্ষে দুই পোশাকশ্রমিক গু‌লি‌বিদ্ধ

0
মিরপু‌রে সংঘ‌র্ষে দুই পোশাকশ্রমিক গু‌লি‌বিদ্ধ

আজ ৩১শে অ‌ক্টোবর বুহস্প‌তিবার সকাল আটটার দি‌কে মিরপুর ১৪ নম্ব‌র কচু‌ক্ষেত সড়‌কে পোশাকশ্রমিকরা ‌বি‌ক্ষোভ ও সড়ক অব‌রোধ ক‌রেন। এক পর্যা‌য়ে যৌথবা‌হিনীর সা‌থে সংঘর্ষ শুরু হয়। এসময় পোশাকশ্রমিকরা পু‌লি‌শ ও সেনাবা‌হিনীর ২‌টি গা‌ড়ি‌তে অ‌গ্নিসং‌যোগ ক‌রে।

সংঘর্ষ চলাকা‌লে প্রায় আড়াইঘন্টা মত যান চলাচল বি‌ঘ্নিত হয়। বেলা ১১টার দি‌কে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে এলে যানচলাচল স্বাভা‌বিক হ‌তে শুরু ক‌রে।

গু‌লি‌বিদ্ধ দুজন আলআমিন ও মোছা. রুমা আক্তারকে ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ (ঢা‌মেক) হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

দুদুক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

0
দুদুক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর থেকে নানান সংস্থার প্রধানগণ পদত্যাগ করেন অথবা সরকার কতৃক অপসারণ কিংবা বাধ্যতামূলক অবসরে যান। কিন্তু নানামূখী সমালোচনা থাকলেও দুর্নীতি দমন কমিশনের প্রধান কিংবা কমিশনার পদে কোনো পরিবর্তন আসেনি। অবশেষে আজ ৩০শে অক্টোবর ২০২৪ তারিখ বুধবারে দুদুক প্রধান মোহাম্মদ মঈন উদ্দীন আবদুল্লাহ ও দুই কমিশনার জহুরুল হক এবং মোসা. আছিয়া খাতুন পদত্যাগ করেন।

তবে পদত্যাগ করার আগেও তারা দাপ্তরিক কাজ করছিলেন বলে জানা যায়। বেলা আড়াইটার দিকে তারা কমিশন ত্যাগ করেন।

২০২১ সালের ৩রা মার্চ দুদুক চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হন মোহাম্মদ মঈন উদ্দীন আবদুল্লাহ। ওই সময়ে কমিশনার জহুরুল হকও নিয়োগ পান। মোসা. আছিয়া খাতুন এর প্রায় দেড় বছর পরে দুদুক কমিশনার হিসেবে নিয়োগ পান।

ফোন হ্যাং হলে করণীয়

0
ফোন হ্যাং হলে করণীয়

বর্তমা‌নে আমরা নানান ব্যান্ডের নানান স্মার্টফোন ব্যবহার কর‌ছি। ফোন পুর‌নো হ‌য়ে এলে কিংবা অ‌তি ব‌্যাবহা‌রে প্রায়শ ফোন হ্যাং ক‌রে। আবার অপ্রয়োজনীয় এপস ইন্সটল ক‌রে দীর্ঘদিন রে‌খে দেওয়ার ফ‌লে স্মার্ট ফো‌নের স্টো‌রেজ ক‌মে যাওয়ায়ও ফোন হ্যাং হ‌তে পা‌রে।

প্রথ‌মেই অপ্রয়োজনীয় এপস্ আনইন্সটল করে কিংবা অপ্রয়োজনীয় ছ‌বি, ভি‌ডি‌য়ো কিংবা পি‌ডিএফ পাইল রিমুভ কর‌লে স্টো‌রেজ স্বল্পতা জ‌নিত কার‌ণে ফোন হ্যাং হ‌বে না।
বিদ্যমান এপস্ ব্যবহারে ফো‌নে প্রচুর ক্যাশ ফাইল জমা হয়। এই ক্যাশ ফাইলগু‌লো ক্লিয়ার করার মাধ্যমে ফোন‌কে হ্যাং হওয়া থে‌কে নিরাপদ রাখা যায়।

ভাইরাস কিংবা ম্যালওয়্যারের কার‌ণে ফোন হ্যাক হ‌তে পা‌রে। এক্ষে‌ত্রে ভা‌লো কো‌নো এন্টিভাইরাস ব্যবহার ক‌রে স্ক্যান করা যে‌তে পা‌রে।

ফোন রি‌সেট করার মাধ্যমে হ্যাং হওয়ার সমস্যা দূর করা যায়। এক্ষে‌ত্রে প্রয়োজনীয় ফাইলগু‌লোর ব্যাকআপ নি‌য়ে তারপর রি‌সেট কর‌তে হ‌বে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি তাবিথ আউয়াল

0
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি তাবিথ আউয়াল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। আজ হোটেল ইন্টার কন্টিনেন্টালে বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হয়।

তাবিথ আউয়ালের বিপরীতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দিনাজপুরের ফুটবল সংগঠক মিজানুর রহমান চৌধুরী। এছাড়াও আরও দুজন মনোনয়ন পত্র জামা দিয়েও পার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে আবিথ আউয়াল ও মিজানুর রহমান চৌধুরীই বাফুফে সভাপতির মূল প্রতিদ্বন্দ্বি হন। অবশ্য তাবিথ আউয়ালের সাথে মিজানুর রহমান চৌধুরী কোনোরূপ প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি। আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম চলে। এতে সভাপতি পদে মোট ভোট পড়ে ১২৮টি। এর মধ্যে ১২৩টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল এবং মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৫ ভোট।
বাফুফের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন এসএ সুলতান। এরপর দ্বিতীয় সভাপতি হিসেবে এক সময়ের তুখোড় খেলোয়াড় কাজী সালাউদ্দিন একাধারে ১৬ বছর কাটিয়েছেন। আজকের নির্বাচনের মাধ্যমে বাফুফের তৃতীয় সভাপতি নির্বাচিত হন, তাবিথ আউয়াল। তিনিও একজন সংগঠক ছিলেন।

বিএনপির সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক

0
বিএনপির সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক

বিএনপির সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত ছাত্রনেতা বৈঠকে বসেছেন।

শনিবার বিকাল সোয়া পাঁচটার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে আব্দুল হান্নাম মাসউদ, উমামা ফাতেমা, জাতীয় নাগরিক কমিটির নাসিরুদ্দিন পাটোয়ারী, সামান্তা শারমিনসহ সাতজন বৈঠকে বসেছেন।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দী চৌধুরী এ্যানি প্রমুখ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতিসহ কয়েকটি বিষয়ে বর্তমান সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কিছুটা দূরত্ব তৈরি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ দফা দাবির একটি ছিল রাষ্ট্রপতির অপসারণ। এই বিষয়ে সরকারের সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হলে বিএনপি রাষ্ট্রপতির অপসারণ বিষয়টিতে সাংবিধানিক সংকটের কথা উল্লেখ করে এতে আপত্তি জানান।

ইরানে ইসরাইলের হামলা

0
ইরানে ইসরাইলের হামলা

গত ১লা অ‌ক্টোবর ইরান কতৃক ইসরাইলে হামলার প্রতি‌শোধ হি‌সে‌বে ২৬শে অ‌ক্টোবর শ‌নিবার ইরা‌নে হামলা ক‌রে‌ছে ইজরাইল।

ইসরাইলি প্রতিরক্ষা বা‌হিনীর দা‌বি, তাদের হামলা অত্যন্ত সু‌নি‌দিষ্ট।

ইরা‌নের সাম‌রিক বা‌হিনী নি‌শ্চিত ক‌রেন যে, ইরা‌নের তিন‌টি প্রদে‌শের সাম‌রিক ঘাঁ‌টি লক্ষ্য ক‌রে এই হামলা চালা‌নো হয়েছে। প্রদেশ তিন‌টি হ‌লো, তেহরান, ইলাম ও খো‌জেস্তান। তারা আরো দা‌বি ক‌রেন, ইরা‌নের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলতায় ক্ষয়ক্ষ‌তির প‌রিমান সামান্য হয়েছে।

এদি‌কে আইডিএফ মুখপাত্র অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি ব‌লে‌ছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ইসরাইলি বিমান বাহিনী ইরা‌নের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা করেছে। যে ঘাঁ‌টিগু‌লো ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র তৈরি করতে ব্যবহৃত হয়েছিল। ইরা‌নে ক্ষয় ক্ষ‌তির প‌রিমানও সময় মত প্রকাশ করা হ‌বে ব‌লে সংস্থা‌টি জ‌নি‌য়ে‌ছে। এই হামলার মধ্য দি‌য়ে ইরা‌নে হামলার প‌রিসমা‌প্তি টে‌নে‌ছেন ইসরাইলের আইডিএফ এর মুখপাত্র অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি।

গণঅভ্যুত্থানে হওয়া পু‌লিশ সদস্যদের তা‌লিকা প্রকাশ কর‌লো পু‌লিশ সদর দপ্তর

0

গণঅভ‌্যুত্থা‌নে নিহত হওয়া পু‌লিশ সদস‌্যদের তা‌লিকা প্রকাশ কর‌লো পু‌লিশ সদর দপ্ত

অ‌তিসম্প্রতি ব‌্যক্তি‌বি‌শেষ ও নিউজ আউট‌লে‌টে জুলাই-আগস্ট অভ‌্যুত্থা‌নে পু‌লিশ সদস‌্য নিহত হওয়া নি‌য়ে বিভ্রা‌ন্তিকর তথ‌্য দূর কর‌তে নিহত পুলিশ সদস্যদের তালিকা পু‌লিশ সদর দপ্তর প্রকাশ করেছে। আজ ২৫ই অক্টোবর শুক্রবার বিজ্ঞপ্তির মাধ‌্যমে নিহত ৪৪ পু‌লিশ সদ‌স্যের না‌মের তালিকা প্রকাশ করা হয়েছে।

নিহত পু‌লিশ সদস‌্যদের মধ্যে ঢাকা মহানগরে ১৪জন এবং সিরাজগঞ্জে ১৪জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া খুলনা, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুর, গাজীপুরসহ কয়েকটি জেলায় নিহত সংখ‌্যা ১৬ জন। ‌সব মি‌লি‌য়ে মোট নিহ‌তের সংখ‌্যা ৪৪ জন।

নিহতদের পু‌লিশ সদস‌্যদের মধ্যে পরিদর্শক ৩ জন, ১১ জন এসআই, ৭ জন এএসআই, ১ জন এটিএসআই, ১ জন নায়েক ও ২১ জন কনস্টেবল রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়ে‌ছে, আমরা লক্ষ্য করেছি যে কিছু নিউজ আউটলেট এবং কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা এবং ভুল তথ্য ছড়াচ্ছে। পুলিশ সদর দপ্তর এই তালিকা প্রকাশ করেছে। গণঅভ্যুত্থানে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রকৃত তালিকা দেওয়া হলো।

এর আগে পু‌লিশ সদস‌্যদের সংখ‌্যা উল্লেখ করা হ‌লেও না‌মের তা‌লিকা প্রকাশ করা হয়‌নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়ে‌ছে, যদি কেউ দাবি করেন, গণঅভ্যুত্থানে এই তালিকার বাইরেও পুলিশ নিহতের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে প্রমাণ সরবরাহের জন্য আহ্বান জানানো হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন পাঁচ প্রসিকিউটর নিয়োগ

0

আইন মন্ত্রণালয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমে নতুন ক‌রে আরও পাঁচজন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। ইতিঃপূ‌র্বে পাঁচ সদ‌স্যের প্রসি‌কিউশন টিম নি‌য়োগ দি‌য়ে‌ছিল।

গতকাল ২৫ই অ‌ক্টোবর বৃহস্পতিবার রাতে আইন মন্ত্রণালয়ের সলিসিটার কার্যালয় থেকে এই নি‌য়োগ নি‌শ্চিত করা হয়ে‌ছে। উপ-সলিসিটার সানা মো. মাহরুফ হোসাইন (জিপি-পিপি) স্বাক্ষরিত এ–সংক্রান্ত নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩–এর সেকশন ৭ (১) অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পাঁচজনকে প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটরগণ হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মঈনুল করিম ও মো. নুরে এরশাদ সিদ্দিকী যারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার আর শাইখ মাহদী, তারেক আবদুল্লাহ, তানভীর হাসান জোহা (ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ) সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার সুযোগ-সুবিধা পা‌বেন।

এর আগে মোহাম্মদ তাজুল ইসলাম‌কে প্রধান প্রসি‌কিউটর ক‌রে মো. মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হোসাইন তামীম, বিএম সুলতান মাহমুদ,আবদুল্লাহ আল নোমান ও মো. সাইমুম রেজা তালুকদার এই পাঁচ সদ‌স্য নি‌য়োগ দেওয়া হয়।

ছাত্রলীগ নিষিদ্ধ

0
ছাত্রলীগ নিষিদ্ধ

অন্তবর্তী সরকার বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে এক প্রজ্ঞাপন জারি করেছে।
আজ বুধবার রাতে এই প্রজ্ঞাপনটি জারি হয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ছাত্রলীগকে নিষিদ্ধ করতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দেয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (রাজনৈতিক শাখা-২) থেকে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, ‌‘যেহেতু বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করে বিগত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুম কেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এতৎসম্পর্কিত প্রামাণ্য তথ্য দেশের সকল প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতা-কর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে।’
এতে আরও বলা হয়, ‘যেহেতু ১৫ জুলাই ২০২৪ তারিখ হতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শতশত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিদের হত্যা করেছে এবং আরো অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে।’

‘যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে যে, ৫ আগস্ট ২০২৪ তারিখ আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যের সসঙ্গে জড়িত রয়েছে, সেহেতু সরকার “সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯” এর ধারা ১৮ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন “বাংলাদেশ ছাত্রলীগ”-কে নিষিদ্ধ ঘোষণা করলো এবং উক্ত আইনের তফসিল-২ এ “বাংলাদেশ ছাত্রলীগ” নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্ত্বা হিসেবে তালিকাভুক্ত করলো’,- বলা হয় প্রজ্ঞাপনে।