Home Posts tagged স্বপ্নডাঙ্গার তীরে
কবিতা পদ্যকবিতা

এবিএম মাহাবুবুল ইসলামের কবিতা- স্বপ্নডাঙ্গার তীরে

স্বপ্নডাঙ্গার তীরে এবিএম মাহাবুবুল ইসলাম স্বপ্নডাঙ্গার পথটি যে ভাই হারিয়ে গেলো শেষে, খুঁজছি তাকে জনমভরে এই বাতাসেই মিশে। খুঁজছি তারে মনের ভিড়ে কাজল- নদীর তীরে, পাইনিরে ভাই পাইনিরে ভাই লক্ষহৃদয় ছিঁড়ে খুঁজছি তাকে জোছনাজুড়ে চাঁদের অাঙ্গিনায়, চাঁদের বুড়ি বললো অামায় নাই সে হেথায়। দেখতে পারো খুঁজে বিস্তারিত পড়ুন