কবিতা

গোলাম কবিরের দুটি কবিতা

গোলাম কবিরের দুটি কবিতা


ইসলাম ধর্ম এবং একটি নারিকেল


ইসলাম ধর্ম কী?
মনে করো একটি নারিকেলের কথা!
শুধু এর বাইরের শক্ত আবরণ দেখে
নিরাশ হয়ো না। বাইরের শক্ত মসৃণ
আবরণ সরিয়ে আরো গভীরে
প্রবেশ করো। পেলে না কিছু?
এখানে নয়, আরো গভীরে ডুব দাও! খোসা ছাড়িয়ে কষ্ট করে চারিদিকে
পরিষ্কার করে ভেঙে দেখো!
এখন পেলে কিছু?
শুধুই মিষ্টি সুপেয় পানি!
জ্বী হ্যাঁ, ওটাকেই শরিয়ত বলে!
এটাই কিন্তু শেষ নয়, ভিতরে দেখো
কী সুন্দর সাদা এবং শক্ত ও সুমিষ্ট
শাঁস পাবে, ওটাই তরিকত!
আরো গভীরে খুৃঁজে দেখো যদি,
তবে দেখবে সাদারঙের গোল স্পঞ্জ
এর মতো নরম শাঁস পাবে!
ওটাই মারেফাত ও হাকিকত এবং প্রকৃত ইসলামি জীবনের মানে খুৃঁজে পাওয়া!


শিরোনামহীন – ১৯৮


কী সুন্দর ঝিনুকের মতো ভিতরের
ক্ষত বিক্ষত কষ্টের পাহাড় লুকিয়ে
রেখে বেঁচে আছি, কখনো কখনো
বন্ধুদের সাথে বৃষ্টি ভেজা শ্রাবণ দিনের ঝালমুড়ি ও চায়ের আড্ডায়
বসে দারুণ ভরাট গলায় রবীন্দ্রনাথের
” আমি তখন ছিলেম মগ্ন,
গহন ঘুমের ঘোরে,
যখন বৃষ্টি নামলো ” গাইতে থাকি
চোখ বুঁজে বুঁদ হয়ে!
তারা তো জানে না, আসলে আমি
কী বেঁচে আছি, সত্যিই!
আমার তো মনে হয়
আমি আসলে আমার মৃতদেহকেই
লুকিয়ে বহন করছি যা একদিন
সময় হলে দাফন করা হবে!
কিন্তু আমার হৃদয়ের কী হবে?
ওকে দাফন করবে কোথায়,
হৃদয়ের দাফন কী হয়!

Related Posts