অণুকবিতা

রুদ্র অয়নের দুটি অণুকবিতা

রুদ্র অয়নের দুটি অণুকবিতা


ভালোবাসার অভাব


ওয়াদা করে ভাঙবে তুমি
এটা তোমার স্বভাব,
তোমার মনে আমার তরে
ভালোবাসারই অভাব।


নীল বেদনা


চারপাশে সোনা রোদ্দুর
হাসি খুশির উচ্ছ্বাস,
তুমিহীনে শূন্য এই বুক
নীল বেদনার বসবাস!

Related Posts