কবিতা

মুতাকাব্বির মাসুদের কবিতা- সুরসুন্দরী

মুতাকাব্বির মাসুদ’র কবিতা
সুরসুন্দরী


যা-কিছু মূল্যবান
তোমাকে করে তুলে দামি
সোহাগি-পরিপাটি
তুমি ঈশ্বরের অতুল কুদরতি সৃষ্টি
অমরার সুরসুন্দরী
মূল্যবান সব কিছু পায়েই রাখো
আর যা-কিছু লাল-নীল
মূল্যহীন কাগজের পাতা
তা তুলে রাখো মাথায়
আর কপালে!
কী অদ্ভুত তোমার সুন্দরের
রীতিবৈর বন্দনা!
কী অদ্ভুত এ জীবনের ধারা
‘মূল্যহীন’ মাথায় আর কপালে
‘মূল্যবান’ ঠাঁই নেয়
পায়ের নগ্ন গোড়ালির ঠোঁটে!
“””””””””””””””””
১১-০৯-২০২০
“””””””””””””””””””””

 

 

Related Posts