রুমকি আনোয়ার’র কবিতা
আমার কবিতারা
শব্দেরা জাগে নি আজ
উপোষী বন্দরে –
জং ধরা তালা
শ্যাওলায় কাতরায় শরীর।
অসফল স্বপ্নে মোড়া
নীল বিব্রত মুখে প্রাচীন হাসি-
যদি বা ফিরে গৌরব
তবে তা হবে দ্বিতীয় উত্থান।
আমি এক অস্থির নাবিক
অসহ্য উম্মাদনায় প্রতিদিন ভেসে যাই,
বিগত দিনের শোক গাঁথা নিয়ে
অগ্নি রচিত হয় না কখনো নিষিদ্ধ জলাশয়ে।