কবিতা

অলোক আচার্যের কবিতা- শকুন

অলোক আচার্য’র কবিতা
শকুন


আজকাল নাকি সমাজে কমে গেছে
শকুনের উৎপাত। ওরা নিশ্চিহ্ন হয়েছে,
মাংসের লোভে তীক্ষ্ণ চোখে এখন আর
অপেক্ষা করে না; শিকার কখন ঠুকরে খাবে-
সত্যি কি কমেছে শকুন? নাকি যা হয়েছে
তা হিংস্রতার রূপান্তর মাত্র?
শকুনের সত্তা ধারণ করে আজও সমাজে
কত শকুন ঘুরে বেড়ায়!
যাদের চোখে রাজ্যের হিংস্রতা থাকে
প্রতিনিয়ত খুঁজে মাংসপিণ্ড অলিতে-গলিতে
ওৎ পেতে থাকে; অন্ধকারের অপেক্ষা করে
ধারালো নখের আঁচড়ে ছিন্নভিন্ন করতে।

 

সাহিত্য সম্পাদক, বেড়া সাহিত্য পরিষদ
পাবনা
তারিখঃ ০৫-০৯-২০২০

Related Posts