কবিতা

রুদ্র অয়নের কবিতা- যদি আমার হও

রুদ্র অয়ন’র কবিতা
যদি আমার হও


তুমি আমার এমনই একজন
যার ভালোবাসার প্রত্যাশায়
অপেক্ষা করতে পারি
সারাটা জীবন।
শত-সহস্র বছর।

তোমায় একনজর
দেখার অভিপ্রায়
হাঁটতে পারি আমি
শত-সহস্র মাইল পথ।

তোমার মোহনীয়
পদ্মকোমল চোখে
চোখ রাখতে আমি
পলকহীন থাকতে পারি অহর্নিশি।

তোমার মেঘকালো
এলোকেশের গন্ধে
প্রেমের আবেশ ছড়াতে থাকে
আমার অনুভূতিতে,
আমি তার প্রতীক্ষায়
নীরবে সয়ে যেতে পারবো
হাজার কষ্টরাশি।

তুমি আমার এমনই একজন
যার প্রেমময় স্পর্শে
আমি ভুলে যেতে পারি
জাগতিক সকল দুঃখ ব্যথা!

তোমার ঠোঁটে
মায়াবী হাসিটা দেখে
আমি ভুলে থাকতে পারি
চিরায়ত দুঃখবোধ।

একটু সুখের আলিঙ্গন পেতে,
আমি পাড়ি দিতে পারি
সাতটা সমুদ্দুর।

এসবই আমার নিগুঢ় প্রেমের
আত্মিক উপলব্ধিপ্রসূত
ভাবাবেগের প্রকাশ কেবল।

তবে অবিনশ্বর হৃদয়ের
শ্বাশত সত্যটা হলো,
তুমি যদি আমার হও
তোমায় নিজের করে পেতে
আমি তোমাতে
বিসর্জন দিতে পারি
আমার আমিকে প্রেয়সীতমা।

Related Posts