মুতাকাব্বির মাসুদের কবিতা
সুখেরও কষ্ট আছে
দোয়েলের ডানায় শিশিরের জলকেলি
ক্লান্ত ভোরের জল নাই নদীর মতো হিমশীতল চোখ
সবুজ খড়ে ঢাকা শান্ত ঝিলের নমনীয় বুক
দ্রোণি কাঁধে কোমর ভেজানো নতুন বধূর
ধ্রুপদ শরীরে নিশিক্লান্ত সুখের ঢেউ
আর কমলার কোয়ার মতো ঠোঁটের কোণে
রাতজাগা কইতরের হাসি – আমার চির চেনা স্বদেশ!
রোদের দাম্ভিক শরীরে লেলিহান স্বেদ
রাতের বেতস শরীরের বাঁকে ক্ষুধার্ত পেঁচার ঘর
বন-ঝোপের আড়ালে পোয়াতি শঙ্খিনীর আর্তনাদ
অদ্ভুত আঁধার এসে গিলে খায় জোছনা
নীল নীল গেলাসে
এক ঝাঁক ইঁদুর তখনো ব্যস্ত
নিজেকে বারবার আড়াল করার
অন্ধকার গর্তের ভেতর নিত্য মৃত্যুর মতো
হারিয়ে যেতে চায় কোনো এক অনন্তলোকে।
আজ আর বাড়ির উঠোনে
একদল বনেদী রাজহাঁসের প্রসস্থ ডানায়
আকাশের পেঁজা তুলোর মতো
সাদাসাদা মেঘ আর মাতিসের শিল্পিত বৈভব
বৈরাগী বাতাসের মনে আগের মতো ঘাই তুলে না
গোধূলির ঠিক আগে পরিশ্রান্ত গেরুয়া বিকেলে
প্রভামাসীও আগের মতো ডাক পারেনা
‘ লাগবে-লাগবেগো হজমি,পোড়া মাটির বিস্কিট, তসবি- লাগবে… ? ‘
অন্যদিকে দুরন্ত কিশোরের খুশিখুশি দুপুর
পেতলের ঘন্টার সুরে সজল তুলে না সুর
“এই লাগবে আইসক্রিম-দুধমলাই আইসক্রিম…!
আরো আছে ঘি চমচম, বারো মজা, হাওয়ার মিঠাই লেবেনচুস…!”
সন্ধ্যায় ঘরে ফেরেনা পাড়া দাপিয়ে বেড়ানো
সেই লালচোট মোরগ
দিনের শেষে ঊর্ধ্বলোকে পাখনা মেলে রাজ্য জয়ের এলান করে না সে এখন
ভিতু শামুকের মতো কোনো এক ঘরের কোণে
শুকনো বুকের পাঁজরে রাত্রিকে লুকিয়ে রাখে
নিঘুম চোখে।
দুরন্ত চঞ্চল কাঠবিড়ালি অসহায় চোখ মেলে
বিস্ময় খুঁজে অধুনা নগরের কোলাহলে
দূরায়নী প্রজাপতি রকমারী পেখম মেলে
ওড়েনা আগের মতো
পানের পিকের মতো লাল কংক্রিটের
খুজলিওলা বিকৃত নিতম্বের ফাঁকে
আমার প্রিয় স্বদেশ হারিয়ে গেছে কবে !
হাজার বছরের শালবন আর কাঠবাদামের
ছায়ায় আমার হলুদ পাখির মুক্তডানার ফসিল
পড়ে আছে ঐ নব্যনগরের মৃত্তিকার তলে!
ক্ষুধিত সন্ধ্যায় জিয়াফত ফেরা কাকের চঞ্চুতে
নামে-উদ্ধত সমুদ্রের বজ্রনাদী জীমূত
গলির ভেতর কতিপয় নেওটা কুকুরের অসভ্য সংগম
ক্রমাগত ঝরে পড়ে কালের সাক্ষী অশ্বত্থের পাতা
সোঁদা মাটির গন্ধ খুঁজে উঁচুউঁচু দালানের ভেতর
রাতের আঁধারে ভিটে ছাড়া শেফালী চোখ মেলে দেখে
অভিমানী রুপোলী নক্ষত্র আজো আমার স্বদেশ খুঁজে
কচি কচি দুর্বাঘাসের মখমল সবুজ জমিনে!
গলির ভেতর নিঃসঙ্গ ‘ল্যাম্পপোস্টের’ নিচে
নিঃসঙ্গ ক্ষুদে সুবিধাবাদী ফিঙেও জেনে গেছে
সুখেরও কষ্ট আছে-সে এক অন্যরকম কষ্ট !
“””””””””””””””””””””””””””””
০১-০৯-২০২০
“””””””””””””””””””””””””””‘””