মালিপাখির কবিতা
শিকড়
তুই শিলালিপি। দোপাটির চারা।
তাই বুঝি পথে বাজে বাঁশি তারা !
ফোটে গান, ছোটে ঘামে ভেজা মোহ …
তোকে খুঁজি কেন? ভুলে গেছি ওহ!
তোকে পেলে আমি, জানি সব পারি!
তোর সাথে ভাব! তোর সাথে আড়ি!
তুই শিলালিপি! মরিচীকা মাসি!
তোর কথা ভেবে কাঁদি আর হাসি!
পথ ভেঙে গেলে, ভাঙা পথ গড়ি!
যত বাঁধা আসে তত তোকে ধরি।
আমি ডিঙি! তুই, প্রজাপতি বাড়ি!
তোর সাথে ভাব! তোর সাথে আড়ি!
তুই শিলালিপি! চোখ ধরা পাখি!
তোর দুটি চোখে – মায়াদ্বীপ রাখি!
যত উড়ে যাস, তত আমি উড়ি ….
দিবানিশি তোকে নানা রঙে জুড়ি!
নাচে বাঁশি তারা! আলাদীন গাড়ি!
তোর সাথে ভাব! তোর সাথে আড়ি!
তুই শিলালিপি! মোনালিসা নদী!
বলে দেনা এসে, কিসে মেলে বোধি?
পাতা ঝরা বেলা ! খরা, চোরাবালি…
তোকে ভেবে ভেবে চোখে পড়ে কালি!
তবু ডানা মেলি …! তবু হাত নাড়ি …!
তোর সাথে ভাব! তোর সাথে আড়ি!
নদীয়া , পশ্চিম বঙ্গ