রুমকি আনোয়ারের কবিতা
বয়স
অনাঘ্রাতা ফসলের গন্ধ চারিদিক
ঘ্রাণের লবনে পোড়ে মোমের শরীর।
তিন বিঘা জমি তার লাঙ্গল কর্ষণে
ভরাডুবি হবে বুঝি নাজুক তরীর।
কাল যায় অশ্বারোহী , যায় কালবেলা
সঞ্চয়ে কিছু না শুধু অবেলার গান।
কোমল গান্ধার বাজে বেহালার তারে
ফসলের গন্ধে লাগে বয়সের শান।