ছড়া

সবুজ আহমেদ শামীমের ছড়া- মোনাজাত

মোনাজাত
সবুজ আহমেদ শামীম


মনের দুয়ার খুলে প্রভু
বাঁচাও সোনার দেশ
মরণ ব‍্যধি করোনা ভাইরাসে
জীবন হলো শেষ।

চাই যে মোরা বাঁচতে হেসে
সাধের ভুবন কুলে
দয়ার সাগর খুলে দিয়ে
করোনা নাওগো তুলে।

সোনার দেশে দেখছি একি
মৃত্যুর প্রতিচ্ছবি
রক্ষা করো ওগো মাওলা
তোমার সৃষ্টি সবি।

মুক্তি চাই ওগো প্রভু
মহামারি থেকে
অসহায় হয়ে কাঁদছে তবে
অশ্রু চোখে মেখে।

নাও ফিরিয়ে করোনা দয়াল
ঈমানের পথে চলি
ধমে ধমে যেনো শুধু
তোমার কথা বলি।

Related Posts