ইমরান খান রাজের ছড়া
সোনার বাংলাদেশ
তুমি আমার জন্মভূমি
তুমি আমার দেশ,
কোথাও তোমার নেই তুলনা
আমার সোনার বাংলাদেশ।
সবুজ-শ্যামল তোমার ভূমি
রূপের নেইকো শেষ,
তুমি আমার স্বপ্নেঘেরা
আমার সোনার বাংলাদেশ।
স্বাধীনতা যুদ্ধের বিজয় তুমি
লাখো শহীদের ক্লেশ,
রক্ত দিয়ে অর্জিত তুমি
আমার সোনার বাংলাদেশ।