ছড়া

সবুজ আহমেদ শামীমের ছড়া- দু’দিনের দুনিয়া

দু’দিনের দুনিয়া
সবুজ আহমেদ শামীম


অবুঝ হয়ে জন্ম নিয়ে
এলাম তবে ভবে,
কেউ জানি না মৃত্যু এসে
হানা দিবে কবে ।

প্রভুর কৃপায় আসলে তুমি
এই-না ভুবন কূলে,
দু’দিনেরই মায়ায় পড়ে
দয়াল গেলে ভুলে ।

দু’দিন আগে দু’দিন পরে
চলে যেতে হবে,
আপন স্বজন গাড়ি-বাড়ি
সবই পড়ে রবে ।

হিংসা নিন্দা ভুলে সব
এক’যে হয়ে চলো,
মসজিদ পানে গিয়ে শুধু
আল্লাহ আল্লাহ বলো ।

দু’দিনেরই দুনিয়াটা
রঙ্গ ভবের খেলা,
পাপের পথে পা রেখে যে
ফুরিয়ে যায় বেলা ।

Related Posts