কবিতা গদ্যকবিতা

আজিম উল্যাহ হানিফের কবিতা- হাজী মুহাম্মদ মহসীনকে দেখার সাধ

হাজী মুহাম্মদ মহসীনকে দেখার সাধ
আজিম উল্যাহ হানিফ


সারাজীবন তিনি চিরকুমার গেলেন থেকে,
মহৎ মানুষ বলতেই হয় তাকে।
হাজী মুহাম্মদ মহসীনের কথাই বলছিলাম,
বোনের সম্পত্তি পেয়েও গেলেন সব দান করে-
ট্রাস্ট গঠন করেছেন উইল করে সবি
বহু বছর চলছে বৃত্তিগুলি গোটা পৃথিবী ব্যাপি!
মহৎ কাজ করে যাওয়ায় বহুজন উপকৃত হচ্ছে
বৃত্তি দিয়ে লেখাপড়া চালিয়ে নিচ্ছে।
হাজী মহসীন বন্ধু বটে খোদার অসীম ভক্ত
নামাজ কালাম পড়তেন সদা তাসবীহ পড়ায় রপ্ত।
যিকির আজকার করতেন সদা
বন্ধুদের সাথে আড্ডা,
হুগলিতে তার বাস ছিল যে-
তাকে দেখার সাধ জাগে নড়ে উঠে প্রাণটা!

২৬ এপ্রিল

Related Posts