ছেলেবেলার দিনগুলি
আসাদ বিপুল
ছেলে বেলার সেই দিনগুলি
আজ শুধুই মনে পড়ে
ভুলিতে চাহিলেও আমি
ভুলিতে পারি না যে তারে।
মাটি দিয়ে বানিয়েছিনু ঘর
কেউ সেজেছিনু নতুন কনে
কেউ সেজেছিনু আবার বর।
মনে পড়ে আজও আমার
সেদিনের সেই রকমারি খেলাগুলি
ভোঁ দৌড় আর বাতাসে ঢিল ছুড়াছুড়ি
ছিল হাজারও কথার বুলি ।
খেলেছিনু ঝোঁপঝাঁড় আর মাঠে
কানামাছি হাডুডু গোল্লাছুট আর
আছে হরেক রকম খেলা যতো,
যদু মধু আর সাজুদের সাথে
খেলার ছলে কতো হাতাহাতি না হতো ।
হাতাহাতি আর ঝগড়াঝাঁটির পরে
ক্ষণিকের মূহুর্তে সব যাই ভুলে
খেলায় জয়ের আনন্দে মেতে
একে অপরকে নিয়েছিনু কাঁধে তুলে ।
মধুমাসে আম পাকে জাম পাকে
কাঁঠাল পাকে আরও পাকে কুল
চুরি করে খেতে কখনও আমরা
করিনি কেউ তো কোন ভুল ।
মাছ ধরার ছলে আর কৌশলে
গিয়েছিনু তাল পুকুর পাড়ে
মাছ ধরার ছলনায় মাতিয়া
গোসল করেছিনু একাধারে ।
গোসল শেষে গিয়েছিনু যখন বাড়ি
মা ডেকে বলতো ওরে খোকা
মাছ কই ! খালি যে তোর খাড়ি ।
সন্ধ্যা নামলে উঠান পাঠে যখন
দাদী-নানীরা শোনাত রূপকথা
শুনতে শুনতে কান দুটো সবার
হয়ে যেতো যেন তাই ভোতা।
রাতের বেলায় মোড়লের উঠানে
বসতো আসর জারি-সারি গান পালা
গান শুনতে ভিড় জমাতো আছে যতো
ভাই-ভাবি চাচা-চাচী আর খালা ।
ছোট বেলায় পকেট থেকে বাবার
নিয়েছিনু কত যে টাকা কড়ি,
চুপিসারে মেলায় গিয়ে কিনেছিনু
সন্দেশ বাতাসা আর জলপান মুড়ি ।
ছেলেবেলার সেই দিনগুলির কথা
আজ বেশি বেশি মনে পড়ে মোরে
আসবে না সে তো আর ফিরে
দু’চোখের মাঝে স্মৃতিগুলি আজ
বারে বারে শুধু ঝরে ।