ছড়া

সবুজ আহমেদ শামীমের ছড়া- নীল আকাশে

নীল আকাশে
সবুজ আহমেদ শামীম


নীল আকাশে মেঘের ভেলা
করছে নানান সাজ,
বৃষ্টি মেয়ে আসবে দেখো
ভুবন মাঝে আজ ।

আকাশ পানে সারি সারি
কালো মেঘের দল,
আসবে এবার ভুবন কূলে
নিয়ে অনেক জল ।

পরে দেখো রোদ্দুর মামা
ছড়ায় আলো বেশ,
বৈশাখ মাসে বৃষ্টি হলে
শীতল হবে দেশ ।

এলো বৃষ্টি হঠাৎ করে
ভরে গেলো মন,
এমন দিনে চায় যে আমি
ভিজতে সারাক্ষণ ।

নীল গগনে উড়ছে দেখো
সারস পাখির দল,
বৃষ্টির মাঝে কে ভিজিবে
আমার সাথে চল ।

Related Posts