মা দিবস
জালাল আহমেদ
আজ মা দিবস মাকে আমার
বেশি মনে পড়ে
মাকে আমি দেখছি না তাই
কান্নাই শুধু ঝরে।
মাসের পরে মাস- মা আমায়
গর্ভে করছে ধারণ
লাখো কষ্ট সহ্য করে
করছে লালন-পালন।
জন্ম দিলে মাগো আমায়
বহু কষ্ট করে
মা মা বলে ডাকলে তোমায়
হৃদয় আমার ভরে।
মাগো তোমায় দেখি না যে
অনেক বছর ধরে
মাকে দেখার জন্য আমার
মনে চটপট করে।
প্রতিদিনে মায়ের জন্য
করি মোনাজাত
আল্লাহ তুমি সকল মাদের
দিওগো জান্নাত।
১০/৫/২০২০