কবিতা গদ্যকবিতা

রুমকি আনোয়ারের কবিতা- কবর ফলক

কবর ফলক
রুমকি আনোয়ার


একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা
একজন কবি ইন্তেকাল ফরমাইয়াছেন।
চন্দন সুরভি মেখে জ্যোৎস্নার সাথে যার বসবাস,
ঘিয়ের প্রদীপ জ্বেলে পূর্ণিমায় আলিঙ্গন।
বর্ষার অবিশ্রান্ত বাদল ধারায় সিক্ত হয়ে অতীত স্মৃতিচারণ
কদম ফুলের গন্ধে আকুল করা মন।
প্রেমিকের সাথে লেপটে থাকা নিষিদ্ধ প্রণয়,
শহুরে আভিজাত্য ছাড়িয়ে পেতে চাইত
অরণ্যচারীর স্বাদ, আজন্ম অভিলাষ।
ফিরে পেতে লুপ্ত যৌবন বসন্তের কাছে প্রার্থনা –
মুক্ত বিহঙ্গ, ফেনিল সাগরের হাতছানি
ক্রমাগত স্বপ্ন দেখিয়ে গেছে, সেই কবি আজ নিথর, স্তব্ধ।
আত্মার মাগফেরাত নয়, শব্দের মাগফেরাত চেয়েছেন তিনি
পরকালে লিখে যাবেন অজেয় কবিতা, তৃষ্ণার্ত হয়ে খুঁজে ফিরবে
সবার সরব উপস্থিতি, তাতেই শান্তি পাবে তার বিদেহী আত্মা।

Related Posts