প্রশান্তিহীন জীবনে তুমি
আসাদ বিপুল
কত শত দিন কত শত মাস
আর কত শত না বছর প্রতীক্ষার পরে
অবচেতন মনে এসেছিলে বুঝি তুমি পথ ভুলে ।
তোমার হৃদয়ের গভীরে ভালোবাসা দিতে নয়
এসেছিলে তুমি কালনাগিনীর মতো যন্ত্রণার বিষ ছড়াতে,
আমার বুকের শুকনো জমিনের শুষ্ক খরতাপের মাঠে ।
নতুন দিনের নববর্ষে আনন্দবার্তায় কাল-বৈশাখী ঝড়ে
তোমার কালো চুলের আঁধারের কুণ্ডলীতে
দক্ষিণা বাতাস আর হঠাৎ বর্ষণের জলের স্রোত ধারায়।
ভাসিয়ে নিয়ে গিয়েছিল আমার প্রেমময় হৃদয়ের সুপ্ত বাসনার স্বপ্নগুলি
নিথর নিস্তব্ধ পড়ে আছে আজও মমতাহীন শূন্যতায় এক দেহ,
যার নেই কোন শান্তি সুখের আশা আর ভালোবাসা।
জীবন চলার গতি পথে নেই কোন সুখ স্মৃতিময় গাঁথা
নেই কোন স্নেহ মায়া মমতার ভরা ফুলঝুরির গল্প,
আছে শুধু কালো মেঘের বজ্রপাতের ন্যায় অগ্নুৎপাত লেলিহান শিখা ।
যে শিখার দহনে আজ আমি এক অঙ্গারিত মাংসপিণ্ড
যার নেই কোন স্বাদ আছে শুধু গন্ধময় সুবাস আর আছে পোড়ানো তিক্ততা,
দহন আর পোড়ানোর মাঝে এখনও আমার প্রশান্তিহীন জীবনে ছায়ার মতো আছো তুমি ।