বসন্ত স্মরণে
রুমকি আনোয়ার
স্তব্ধতা মেলে দিয়ে হেঁটে চলি বসন্ত প্লাবিত জোয়ারে
কিংবা শীতের আড়ষ্টতায় .
হেঁটে চলি জ্যৈষ্ঠের খরতাপে
ক্লান্তি বিহীন হেঁটে চলা।
পিছে ফিরে দেখি সঙ্গীরা চলে গেছে নিভৃত গৃহ কোণে-
ঘোড়ার পিঠে জিন লাগিয়ে,
সেবাদাসীর পায়ে লুটিয়ে কোন সে সন্ন্যাসী
কেবল আমারেই আমি দেখি গেরুয়া বসনে।
বিদীর্ণ বক্ষে কে যেন কোল পেতে রাখে
লাল পিঁপড়ে খেয়ে গেছে জীবনের অমৃত যত,
অথৈ সমুদ্রে সন্তরণ
তোমাদের এই বেচাকেনার হাটে মন্দাকিনী হাসে।
তুল্যমূল্য যত পায়ে দলে যাই ঝরা শিউলির মত,
জলসিক্ত হাসিটি মুখে নিয়ে পরাণের গহীনে বিচরণ-
জীবনের শ্যাওলা ঘরে ঠেলে দিয়ে,
আমার মৃত্যুকে করেছো স্মরণ।