কবিতা গদ্যকবিতা

অলোক আচার্যের কবিতা- আঁধার শেষে

আঁধার শেষে
অলোক আচার্য


এ আঁধার কেটে যাবে একদিন
ফিরবে সোনালী রোদ্দুর
বিকেলের শেষে,
খোলা বাতাসে ভাসবে আবার
ঝরা বকুলের গন্ধ।
তারপর একদিন বুক ভরে শ^াস নেয়া
খোলা পদ্মার তীরে।
আবার একদিন সময়ের বৃত্তে
বন্দী হবে জীবন,
ধুলোমাখা শহরের বুকে
ফিরবে কোলাহল।

অলোক আচার্য
শিক্ষক ও লেখক
পাবনা
তারিখঃ ০১-০৫-২০২০

Related Posts