কবিতা গদ্যকবিতা

মুতাকাব্বির মাসুদের কবিতা- শেষ পর্যন্ত

শেষপর্যন্ত
মুতাকাব্বির মাসুদ


সেইতো ভালোবাসলে,ঘরও বাঁধলে,
কোথা থেকে এলো কালবোশেখি ঝড়?
ভেঙ্গে দিলো ঘর!সিনার ভেতর কুদরতি নহর,
দোলনায় দুলে বরফ চুম্বন,সীদতি প্রেমের করকা!
চোখের ভেতর জলের ডোবা,ঢেউয়ের ভাঁজে সেই ব্যথা,
যেখানে কেবল তুমি!
তিথিগুলো আজ অতিথি,ফোঁটায় ঝরে দরিয়ার জল,
কষ্টগুলো সাঁতার কাটে আগের মতোই
তোমাকে না দেখলে যেমন!
তবুও কষ্ট যেনো কালাপাহাড়,ঝেঁকে বসে তোমার ঠোঁটে
গোলাপি রোদের কোণে!
সে কষ্ট শিস দেয় আমার বয়সী চোখে,
মন্দ প্রথায় নীলাম্বু জেগেছে নীরজা নিশির কোলে!
সিনার ভেতর মুচড় খেলে,উষ্ণ জলে তেতো নোনা স্বাদ!
ঝরে বিন্দু ঝড়ে জলের ঘরে,
তবে কী নহলী প্রেম শেষপর্যন্তও নদিত হয়
আঁধার তরঙ্গ বিবরে?

Related Posts