কবিতা গদ্যকবিতা

রুমকি আনোয়ারের কবিতা- পুরুষ

পুরুষ
রুমকি আনোয়ার


পুরুষ তুমি কে?
আমি সপ্নচারী তোমার দিগন্তে আমার বসবাস।
পুরুষ তুমি কে?
আমি দেবতা অর্ফিউস হৃদয়ে সপ্ত সুর।
পুরুষ তুমি কে?
আমি দেবতা জিউস ভোরের রক্তিম আভা কপোলে এঁকে দেই।
পুরুষ তুমি কে ?
আমি মহাদেব আমি নারদ আমি সৃষ্টি আমি ধ্বংস।
পুরুষ তুমি কে?
আমি প্রেমিক তোমার মেহেদি রাঙানো হাত।
পুরুষ তুমি কে?
চেয়ে দেখ তোমার আঙিনায় আমার বসবাস।
পুরুষ তুমি কে?
এখনও বুঝলে না ,আমার ঠিকানা তোমার জানা হবে না।

Related Posts