জরাক্লান্ত পৃথিবী
মুতাকাব্বির মাসুদ
চারদিকে এক অদ্ভুত অদৃশ্য অসুখের চাদর
বেছানো নিঃসঙ্গ শব্দহীন মুখরিত
এ কেমন নতুন বছর?
গত বসন্তে নবোন্মেষিত গুলজার বৈশাখী
গীতিময় শালবনে তার হারিয়েছে অধরসুধা-তাতে কী ?
এই-এখানেই আবার জমবে মেলা তুফানের মতো আঁধার কেটে গেলে নিশ্চিত আলোর ছায়ায়
কোনোএক মুখরিত সন্ধ্যায়
মুখোমুখি তুমি আর আমি বৈশাখীর রুদ্র আঁচলে
হয়তো তখন একজোড়া তন্বী প্রজাপতি
মেলে দেবে ডানা উড়াল উড়াল নৃত্যে
গুলদার বটের তলায়-সেইদিনের মতো
সাঁই-সাঁই করে উন্মাদ-উত্তাল ধুলো উড়া
পশ্চিমের ঝাউ বনে
সিঁথির সিঁদুরে আঁকা গোধূলি লগনে!
কাটুকনা এ বেলা-তোমার কলঘোষে বেজে উঠুক
এ মহামারীর ধ্বংস গাথা!
আবারো কোনো এক কুয়াশিয়া নতুন ভোর
জেগে ওঠবে অসুখে কাতর এই জরাক্লান্ত-উন্মগ্ন পৃথিবী নতুন উদ্যমে
তুমি আর আমি আবারো হাঁটবো এক হয়ে
নতুন বছরে-নতুন পৃথিবীতে আলোকিত
আগামীর স্বপ্ন নিয়ে
ঐ বিশুদ্ধ উদগত সূর্যকে সাথী করে
মুখরিত উদ্ভিন্ন ‘জৈবতী’ বৈশাখীর
লাল- নীল রকমারী ঠোঁটে !
“”””””””””””””””””””””
১৩-০৪-২০২০