কবিতা গদ্যকবিতা

কিরণ আহমেদ’র কবিতা- তোমার উষ্ণতা

তোমার উষ্ণতা
কিরণ আহ‌মেদ


জোছনার চাদরে জড়িয়েছি স্বপ্নালু মন
উদোম ভাবনা পিছু নেয় অনুদ্ধত নদীজ‌লের গম্ভীর পাঠে।
‌নিস্তরঙ্গ খেয়ালি বাতাস বয়ে যায় তোমার শরী‌রে
জল তু‌মি, নদী তু‌মি, জোছনাও তু‌মি
অযথাই চাঁদ খুঁ‌জি; জোছনার ভেত‌রে চাঁদ, চাঁ‌দের ভেত‌রে চাঁদ!
আমারই চো‌খের ভেত‌র নি‌বিড় জোছনা…

‌প্রে‌মের আকাল আজ, প্রকৃ‌তির দেহলী‌তে ভবঘু‌রে আন্ধার,
উঁ‌কি দেয় খু‌ঁজে নি‌তে রঙিন তমসা
‌কোথায় জোনাকি না‌মে, কোথায় ঝি‌ঁঝির ভরসা!
রা‌তের ঠিকানায় অবশে‌ষে মি‌লে যায় চাঁ‌দের আ‌বেগী কথন
সব‌কিছু বাদ‌ দি‌য়ে‌ খুঁজে ফি‌রি বিরল উষ্ণতা
রা‌তের নির্জ‌নে;
‌তোমার রূপোলি জোয়ারে।

পৃ‌থিবীও এক‌দিন পেয়েছিল তোমার একান্ত উষ্ণতা!

Related Posts