কবিতা গদ্যকবিতা

মুতাকাব্বির মাসুদের কবিতা- সুখেরও নিঃসঙ্গতা আছে

সুখেরও নিঃসঙ্গতা আছে
মুতাকাব্বির মাসুদ


চাইলেই রেতঃপাত প্রলম্বিত হয় না
চাইলেই প্রলম্বিত হয় না মৃত্যু
চাইলেই বিশুদ্ধ নিসাস নেয়া যায়না

বৈশ্বিক জরায়ুর ভেতর যান্ত্রিক শুক্রাণু
মৃত্যুযন্ত্রণায় বিপন্ন সভতা উগলে দেয়
মানুষের অনুর্বর মগজে
তবুও মানুষ দ্রুতই সুখ পেতে চায়
যান্ত্রিক আঁধারে ক্লান্তিহীন সঙ্গমে

গভীর অসুখে আক্রান্ত মানুষ- আক্রান্ত পৃথিবী
জন্ম আর মৃত্যুর দূরত্ব বুঝে না
সে তার কোমলাকাঙ্ক্ষার ভেতর
যুক্তিহীন যত দুষ্প্রাপ্য কঠিন চাওয়াগুলো
মুঠোর ভেতর নিতে চায় চোখের পলকে

পৃথিবীর গভীর অসুখের ভেতরও মানুষ
বোধ হয় রেতঃপাত আর মৃত্যু ছাড়া
আর সবকিছু দ্রুতই পেতে চায়
সুখের ভেতরে সুখ-আরো সুখ
প্রাচুর্যের ভেতর প্রাচুর্য – আরো প্রাচুর্য
খ্যাতির শিখরে ওঠে খ্যাতি -আরো খ্যাতি
মৃত্যুকে পাশ কাটিয়ে কখনো মৃত্যুঞ্জয়ী
হওয়া যায়কি-বলো?

জীবন গিয়েছে কেবল অনতিদূর-
নিঃশ্বাস থেকে কিছুদূর
চোখ যেমন দেখেনি চোখ-জীবন দেখেনি মৃত্যু
মৃত্যু দেখেনি জীবন
কেউ বলেনি ফিরে এসে
আমি দেখেছি মৃত্যু-আমি দেখেছি জীবন

সময়কে তুচ্ছ ভাবো কেনো?
সবকিছুই হারায়- কেবল সুখগুলো পড়ে থাকে
মৃত্তিকায় অযত্ন-অবহেলায়
কুঁকড়ানো কাগজের দলার মতো
নিঃসীম মৃত্যুর মতো-নিঃসঙ্গ একা
বুঝি মৃত্যুর মতো সুখেরও নিঃসঙ্গতা আছে !

“””””””””””””'””””””””
০৮-০৪-২০২০

Related Posts