ছড়া

মালিপাখির ছড়া- আমোদে তুমুল ভাসি

আমোদে তুমুল ভাসি
মালিপাখি


ও আমার মাছরাঙা ভোর
ও আমার আতর পাড়া
দ্যাখোনা দোলাই বুকে
আতুসি জবার চারা।

ও আমার টুনটুনি গান
ও আমার বাবুই ঘুড়ি
নাচোনা দুহাত তুলে
আলোতে ভূবন মুড়ি।

ও আমার বুলবুলি ঢেউ
ও আমার আতসবাজি
সাজোনা আবার সুখে
জোনাকি বাউল মাঝি।

ও আমার জলপিপি দেশ
ও আমার ঝিনুক বাঁশি
ওড়োনা বাঁধন খুলে
আমোদে তুমুল ভাসি।

Related Posts