খেলতে খেলতে
মালিপাখি
খেলতে, খেলতে জলকে চিনেছি,
খেলতে, খেলতে সাতটি সাঁকো ;
ভাসিয়ে দিয়েছে হাওয়ায় আমাকে… !
ওদেরকে তাই ভুলবই নাতো!
একদিন এক পাঠশালা এসে
চরকি ঘুরিয়ে নামতা শেখালো!
গাছে গাছে সব নামতার বাড়ি!
ওদের কি আজ ভোলা যায়, বলো?
খেলতে, খেলতে, খেলতে, খেলতে
এর সাথে ভাব ! ওর সাথে ভাব!
নেই মনে মনে একদম আড়ি!
ওরা তো আমাকে খুব ভালোবাসে,
ওরা হাশি খুশি; নয় রাশভারী!
খেলতে খেলতে এখন আমার
মনের উঠোনে বকম বকম
চরকি ঘুরছে… চরকি ঘুরছে…
ঘুরতে, ঘুরতে অনেক রকম ;
অনেক কিছুই…
খেলতে, খেলতে, খেলতে, খেলতে…!