ছড়া

সবুজ আহমেদ শামীমের ছড়া- প্রভুর দয়া

প্রভুর দয়া
সবুজ আহমেদ শামীম


মানুষ নামে সৃষ্টি করে
ধরায় দিলে ঠাঁই,
সময় আছে আমল করো
ওরে মোমিন ভাই ।

প্রভুর দয়া ভুবন কোলে
মানুষ হয়ে আসি,
সবাই যেনো আমল করে
প্রভুকে ভালোবাসি ।

মিলেই মিশে চলতে হবে
দয়াল প্রভু চান,
প্রভুর প্রেমে দিতেই পারি
আমার এই জান ।

কোথা হতে এলাম ভবে
ভেবেই দেখো ভাই,
জগত মাঝে আপন তবে
তোমার কেহ নাই ।

দয়াল প্রভু সৃজন করে
রাখেন পেতে ফাঁদ,
ঈমান দিয়ে সাজাও তরী
কেউ যাবে না বাদ ।

Related Posts