কষ্টের ফল
আসাদ বিপুল
আজ ক্যানবা মুখ আন্দার
কিবা হইচে তোমার,
রসের কথা ক্যামনে
পোঁড়া কপাল হামার।
শাড়ি ব্লাউজ চাইছেন তোমরা
হামার মাথাত আছে,
আলু বেচায়া দিমো কিনি
আনন্দে মন নাচে।
মাসোত মাসোত হাজার বায়না
হাতোত থাকে না টাকা,
ছাওয়া পোয়ার পড়ার খরচোত
পকেট হয় ফাঁকা ।
কষ্ট করলে কেষ্ট মিলে
গুনীজনরা কইছে,
ক্যানে বুজিস না ময়নার মাও
ব্যাটা তো মানুষ হইতছে।
নিউ সাহেবগঞ্জ
রংপুর।