দিন গুনবো
রুমকি আনোয়ার
আমি এখন দিন গুণবো
সোনার তরী তীরে রেখে
ভূবনডাঙ্গার বিরান মাঠে
লোকোত্তীর্ণ চাষী এক , ধান বুনবো ।
আমি এখন তুলো বুনবো
রাশি রাশি , উলোঝুলো
ঝড়ো হাওয়ার উড়ো গুঁড়ো তুলোর
দেহাতি সব ধুন তুলবো ।
আমি এখন ক্ষণ গুনবো
দূরশ্রুত শব্দাবলী
শ্রুতসীমার বাইরে রেখে
মনে মনে তিন গুনবো ।
এক – দুই – তিন গুনবো
দিন গুনবো… দিন গুনবো ।