আসবে কি সই?
ইয়াছিন আরাফাত অপূর্ব।
আসবে কি সই এই শরতে
কাশ ফুলের পূর্ণ সাজে
বকুল তলাতে,
বকুল ফুলের মালা গেঁথে
পরিয়ে দেবো গলে।
আসবে কি সই চন্দ্র-রাতে
সাদা মেঘের খেলা দেখতে
জ্যোৎস্না হাতে মেখে দেবো
তোমার সারা অঙ্গে।
আসবে কি সই সাঁঝ প্রভাতে
নানান রঙের ফুল দেখতে
আমার ফুলের বাগানে,
ফুলরা সব মিষ্টি হাসবে
ফুলের রাণী দেখে।
আসবে কি সই শেষ বিকেলে
রামধনুর রঙ দেখতে
ডাকাতিয়ার পাড়ে,
ঢেউয়ের স্রোতে ভাসবে হৃদয়
অজানাতে।