সন্তান হত্যার শোধ নাও মা
আরেফিন শিমুল
অনেক সুখ ত্যাগ করে সজ্ঞানে সব কষ্ট মেনে নিয়ে
আমি ওদের গর্ভে ধরেছি, জঠরে রেখেছি দশ মাস
রক্তের স্রোত বইয়ে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে
প্রসব বেদনা সহ্য করে তাদের আলোর মুখ দেখিয়েছি।
আমারই অঙ্গ শুষে দিনেদিনে বড় হয়েছে আমার কোলে
হে ধরিত্রি, তোমার উঠোনে ছেড়েছি তাদের তোমাকেই
বিশ্বাস করে, ভেবেছি তুমিও তাদের আরেক মা
সযতনে আগলে রাখবে তোমারই বুকের সীমানায়।
চিনতে দিয়েছি তোমার মাঠ, ঘাট, তেপান্তর
তোমার সবুজ ছেড়ে তারা গিয়েছে যান্ত্রিক নগরে
শহরের কোলাহল আর চাকচিক্য মন হরণ করেনি
মায়ের স্বপ্ন পূরণে তারা নিমগ্ন ছিলো লেখাপড়ায়।
কিন্তু তোমার শহুরে দানব তাদের বাঁচতে দিলনা
কেড়ে নিলো আমার কলিজার টুকরাদের
শত ছিন্ন হলো আমার স্বপ্নের আকাশ
ক্রমাগত বুকের ভেতর চলছে রক্তক্ষরণ।
আমার দিয়া আমার রাজীব আজ নেই
আর কোন সন্তানকে তো আমি যেতে দেবোনা
আমার চোখের এক এক ফোঁটা জলের দাম
তোমায় দিতে হবে মা , চুকাতে হবে হিসেব।
ঐ নর ঘাতকদের তুমি তাদেরই চাকার তলায়
পিষ্ট করো, তারা তোমার সন্তান নয় গো মা
তারা কোন পিশাচের জারজ
তাদের নাপাক রক্তের হোলি হোক রাজপথে।
যারা আমার সন্তানের রক্তে অট্টহাসি হাসে
যারা আমার কোমল ফুলগুলোকে স্বেচ্ছায়
নষ্ট কীটের হাতে তুলে দিয়ে মজা দেখে
তুমি তাদের চোখ উপড়ে ফেলো মা।
আর একটা সন্তানও আমি হারাতে চাইনা
ভুলে যেওনা এখন তারা আঠারোতে পা দিয়েছে
প্রয়োজনে পুরো পৃথিবী হেলাতে পারে
পারে সহোদরের মৃত্যুর শোধ নিতে।
২ আগস্ট ২০১৮
বেলা :১:০২
কুমিল্লা।