মানুষের বহুরূপ
রোজী আফরোজ
আমি দেখেছি মানুষের কতশত রূপ
কখনও মুখোশ পরা, কখনও স্বরূপ
অনেককেই দেখেছি ফুলের মতোই পবিত্র
কারোর বা নেই ঠিক, নিজের আসল চরিত্র।
আছে আবার কেউ হায়েনাদের মতো
গরীবের হক ছিনিয়ে খায় অবিরত
আরো আছে সমাজে রক্তচোষার দল
অন্যের রক্ত পানি করে বাড়ায় নিজের বল।
ভদ্রবেশী দেখেছি কত অভদ্রের চুড়ায়
দেখতে মানুষের মতো, শয়তান কেও হারায়
কারো কারো চোখ আবার শকুনের মতো
লুকায়না ওদের চোখে দোষ ত্রুটি যতো।।
কিছু আছে বিড়ালের মতো মিনমিনে স্বভাবের
চুপিচুপি চলাফেরা বুঝবেনা ওনাদের
কেউ আছে কুকুরের মতো খুবই বিশ্বস্ত
প্রভুদের মন রক্ষায় ওরা অত্যন্ত সচেষ্ট।
মানুষ হয়ে ও আমরা পশুদের অধম
মানুষ হইনা কেনো? আমরা কিসে কম?
পশু, জানোয়ার, শয়তান তো নহে মানুষ
তাইলে এখনও কেনো হয়না আমাদের হুশ?
আমরা আজব মানুষ সৃষ্টির সেরা
বুদ্ধি, বিবেক, বিবেচনায় ও আমরাই সেরা
ভেতরের পশুত্ব কে দলে পিষে করবো খুন
বহুরূপে নয় একরূপেই হবো, মানুষ শতগুণ।।
০৫/০৩/২০১৮খ্রিঃ
কুমিল্লা