কামনা
শেখ আব্দুল খালেক
মনের আঁধার দাও ঘুচায়ে
দাও হে প্রভু আজ আমায়,
তোমার আলোয় দাও ভাসায়ে
দাও আমাকে এই ধরায়।।
হৃদয়ে আছে যত অহমিকা
আছে যত মোর বৈরী ভাব
দূর করে দাও স্বচ্ছ করে
আছে যত মোর মনস্তাপ।
মাফ করে দাও প্রভু তুমি
দূর করে দাও সব ক্ষমায়
মনের আঁধার দাও ঘুচায়ে
দাও হে প্রভু আজ আমায়।।
সফলতা দাও গো এনে
ছোট বড় সব কাজে,
তোমার কামনা করো গো পূর্ণ
সকল কাজে মোর মাঝে।
তোমারই শক্তি যাচি হে প্রভু
কর্ম করি সেই আশায়,
মনের আঁধার দাও ঘুচায়ে
দাও হে প্রভু আজ আমায়।।
তারিখঃ ২৪/৬/১৮