গ্রীষ্মের জ্বালা
শিল্পী কবি শালাস্কো হোসেন শাহাদাত
আমের জমির চরচর চৌচির মাটি’র দুঃখ।
নারী বোঝে না
-সবই শুঁকিয়ে গেছে রোদের তাপে।
-চলে লাল মরিচ চুমো’র রসে রসালো সংলাপ।
তাও ঝরে পড়ে ফুলকির রেনু।
কে দেখে ললী’র কান্নার লুকানো ফোঁটা জলকণা !
চিৎ বলো -উপুর বলো -বাঁকা দেহ শর্য্যায় থাকে ঘুম জড়ানো কান্নার অহংকার !
তবুও চাই প্রিয় সখী ললের আদর -আঁচড়।
নখ খোটানো দহ – হায়রে মা-মাটির অহংকার স্বামীর স্বপ্ন বোনায়।
এ যে সূর্য সন্ধ্যা সংঙ্গমের মধু’র মিলন মেলায় !
চাঁদ-সূরুজের গ্রহণ,
অন্ধ আত্নিক খনন মেলায় !
প্যারিস ২৮-০৪-২০১৮