পূর্বাকাশের রবি
সৈয়দ হোসেন
আবীরে বেহুশ এ যে ভাগ্যের দোষ
মর্ম ধর্মহীন রঙ ঢঙ ভীন
সাজিয়া পঁচি, ইংল্যান্ড আমেরিকা চীন।
ক্যান্সারের শেষ দশা তেতো ধর্ষণ
একূলে যৌন-কুশ ওকূলে তরুণীর তুষ
ফাঁসি দিবে কত বাংলা এখন উদ্ধত গর্বিত!
এক চোখে নয় দুচোখে দেখ
ভ্যাকসিন দাও মানুষও গড়
এ অগ্রগতি চাইনা আমি মনুষ্যত্ব বিনাশী
যদি না পারো কালের কাছে হয়ে রবে দাসী।
আশায় বুক বাঁধি পূর্বাকাশে উঠবেই রবি
নিরাশার দরিয়ায় প্রাণপণ ধরি পাড়ি
ভীষণ প্রয়োজন শক্ত একটি মাঝি।