বিষাক্ত শীকর
মুতাকাব্বির মাসুদ
আমি ইতিবাচক পরিবর্তনে বিশ্বাসী
বিবর্তনে নয়!
মানব সভ্যতার ইতিহাসে বিবর্তন এক ভয়াবহ পৃষ্ঠা! ভাবলেই শিহরে উঠি!
আমরা কি তাহলে অনিয়ন্ত্রিত বৈশ্বিক সভ্যতায়
পুনরায় সেদিকেই এগুচ্ছি ?
নগ্নতা আর সভ্যতা কি সমার্থক ?
এক হাতে মানবতা আর হাতে আণবিক বোমা!
কে কার পরিপূরক?
বায়ুর নিষিদ্ধ অন্তঃপুরে বিষাক্ত শীকর
শীতল করে নিভৃত ঘরের কোণ!
বোমার আগুন খেলে দুরন্ত ঈগলের চোখে
সভ্যতার স্তন ফোঁড়ে স্তনিত হয় আরেক সভ্যতা!
অতঃপর মানবতার উঠোনে শ্বেতকাফনের সারি,
জীবন থামে না সভ্যতা থামে
জানেনা স্তব্ধ পৃথিবী!
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
০২-০৫-২০১৮
“”””””””””””””””””””””