“ইদানীং মনে পড়ে”
সালমা জামান
ইদানীং তোমার অবহেলাগুলো ভাবতে ভালোলাগে,খুব ভালোলাগে!
এখানেই ভালোবাসার অস্তিত্ব হন্য হয়ে তোমায় খুঁজে বেড়ায়,
চাঁদনী রাতজাগা স্মৃতিগুলো বড্ড বেশি কাঁদায়,
ওখানেই খুঁজে পাই তোমার আমার অমলিন প্রেম।
ইদানীং তোমার গাওয়া সেই মিতালীর গানগুলো
আর গুনগুন করে গাওয়া হয়না
বিরহের গানগুলোই বড্ড বেশি
হৃদয় ভায়োলিনে বাজে,
ওখানেই খুঁজে পাই তোমার আমার ভালোবাসার গভীরতা
খুঁজে পাই অনাস্থার এক নাভিশ্বাস।
ইদানীং তোমার দেওয়া কথাগুলো বেশ মনে পড়ে,
কত মিথ্যে আশার বাণীকাব্য তুমি আমায় শুনিয়েছ,
গড়েছ এ বুকের মাঝে ইন্দ্রজাল, এসবের ভীড়েই খুঁজে পাই আমার ফেলে আসা জীবন্ত কিছু সত্য,
জানো;নিভৃতে আজ আমাকে খুব কাঁদায় সেই স্মৃতির গালিচা।
ইদানীং আর কাউকে বিশ্বাস করতে পারিনা,
মনে হয়,সবাই আমাকে তোমার মত ঠকাবে হে প্রেমিক!
জানো;দেওলিয়া হয়ে গেছে এ মনের আস্থাটুকু
তোমার অপ্রত্যাশিত বিশ্বাসঘাতকতায়
আজ কাউকে আর বিশ্বাস করতে পারিনা।
আমার ভিতর জুড়ে আজ ভয় আর ভয়!
ইদানীং মনে পড়ে তোমার সেই অমিয়বাণী
বলেছিলে”অনন্যা”তুমি আমার শেষ ঠিকানা।
অথচ মাঝ পথেই সমাপ্তের ঘন্টাধ্বনি বাজালে
সেই জ্বালাময়ী ধ্বনির মাঝেই খুঁজে পাই,
তোমার মিথ্যে বানোয়াট গল্পের উপন্যাস।
ইদানীং তোমাকে ভাবতে বেশ ভালোলাগে খুব ভালোলাগে!
তোমার ঐ অপদার্থ প্রেমে কি ছিল!
যাদুটোনা নাকি আধ্যাত্মিক কালক্ষেপন শক্তি,
যা আমাকে এক নিমিষেই কাবু করে দেয়,
এখানেই খুঁজে পাই তুমি জীবনের জীবন্ত
এক অদ্ভুদ গল্প!
তারিখ:-১০/০৪/২০১৮